প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালুর অনুমতি পেলো সিএসই

দেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালু করার অনুমতি পেলো চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই)। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি চিঠি পাঠানো হয়। একই সঙ্গে চিঠিটি সিএসই চেয়ারম্যান বরাবরও পাঠানো হয়েছে।

চিঠিতে কমোডিটি এক্সচেঞ্জ চালু- পরিচালনায এবং পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করার আগে ৬টি‌ অবকাঠামো সুবিধাসহ সক্ষমতা নিশ্চিত করতে বলা হয়েছে।

অবকাঠামোর মধ্যে পণ্যের গুণমান নিশ্চিতকরণ ব্যবস্থা, পণ্য গুদামজাতকরণ, সংরক্ষণ ও স্থানান্তরের জন্য নিবন্ধিত গুদাম সুবিধা এবং এই ধরনের কার্যক্রমের জন্য নিয়ন্ত্রক সংস্থা গঠন। বাজারে অংশগ্রহণকারীদের জন্য সচেতনতামূলক কর্মসূচি, ভোক্তা অধিকার নিশ্চিত করার জন্য উপযুক্ত মূল্য নির্ধারণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা।

এছাড়া মূল্যায়নের উদ্দেশ্যে পণ্যের যথাযথ তথ্য সংগ্রহ ও সামগ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা এবং কমোডিটি এক্সচেঞ্জ গঠনের জন্য প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত প্রস্তাব রাখার বিষয়ে বলা হয়েছে।

একই সঙ্গে কমোডিটি এক্সচেঞ্জ চালুতে উপরের সমস্যাগুলো সমাধানের জন্য সিএসই আরও উদ্যোগ নিতে পারে বলে জানানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত