শনিবার (৬ নভেম্বর) ৫০তম ‘জাতীয় সমবায় দিবস ২০২১’ উপলক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান ও জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা প্রমুখ।
মন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সমবায় গভীরভাবে সম্পৃক্ত। মুক্তিযুদ্ধের আদর্শভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বঙ্গবন্ধু স্বাধীনতার পর কাজ শুরু করেছিলেন। যেখানে সমবায় ছিল অর্থনীতির অন্যতম ভিত্তি। বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছরে কোনো সরকার সমবায়ের ধারাকে সমুন্নত রাখতে সক্ষম হয়নি।
তিনি আরও বলেন, ‘১৯৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্বগ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবায়কে বেগবান করেন।’
এসময় মন্ত্রী বঙ্গবন্ধুর সমবায়ভিত্তিক অর্থনৈতিক চেতনাকে ধারণ করে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের জন্য আহ্বান জানান।