ফের পুঁজিবাজারে সূচকের পতন

ফের পুঁজিবাজারে সূচকের পতন
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহের শেষদিনে সূচকের সামান্য উত্থান হয়েছিল। কিন্তু আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় পতন হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের সব সূচকের সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৮৪ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৫৫.৮৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭.৮৬ পয়েন্ট বা ১.১২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২.৩১ পয়েন্ট বা ০.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৪৪.৩২ পয়েন্টে এবং দুই হাজার ৫৯৮.৯৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে এক হাজার ১৪৫ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭৭ কোটি ১৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৬৮ কোটি ৪২ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৯টির বা ১৩ শতাংশের, শেয়ার দর কমেছে ৩০৩টির বা ৮০.৩৭ শতাংশের এবং ২৫টির বা ৬.৬৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৬.২৭ পয়েন্ট বা ০.৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৭১.৭১ পয়েন্টে। সিএসইতে আজ ২৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির দর বেড়েছে, কমেছে ২০৪টির আর ২০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত