ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে ১ হাজার ৭৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৭০ কোটি ৪২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৫ কোটি ৫৫ লাখ টাকার।
সোমবার ডিএসইর প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৯৯ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৫ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে মোট ৩৭৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, দর কমেছে ২৯৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২০৮ পয়েন্ট কমে ১৯ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার।