ভিন্ন চিত্রে শেয়ারবাজারে বড় উত্থান

ভিন্ন চিত্রে শেয়ারবাজারে বড় উত্থান
পতনের হতাশা কাটিয়ে টানা দ্বিতীয় দিনের উত্থানে শতাধিক পয়েন্ট বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক। ধারাবাহিক পতনের পর গতকাল অর্ধশতাধিক পয়েন্টের উত্থানে বিনিয়োগকারীদের হতাশা কমেছিল। আজ শতাধিক পয়েন্টের উত্থানেও সেই হতাশা কাটতে দেয়নি লেনদেন।

বুধবার (১০ নভেম্বর) ডিএসইতে লেনদেনের শুরু থেকে সম্প্রতি সময়ের তুলনায় ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। গত ৯ সেপ্টেম্বর ‘ডিএসই এক্স’ প্রথমবারের মতো ৭ হাজার পয়েন্টের মাইফলক স্পর্শ করে। প্রায় দেড় মাস পর সূচকের ব্যাপক পতনে সেটি ২৫ অক্টোবর ৭ হাজার পয়েন্টের নিচে নেমে যায়।

সাম্প্রতিক সময়ে উত্থানে লেনদেন শুরু হলেও শেষ পর্যন্ত সূচকের পতনেই লেনদেন শেষ হয়েছিল। তবে আজ দেশের প্রধান শেয়ারবাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। লেনদেন শুরুর পর থেকেই সূচকটি আগের দিনের তুলনায় উত্থানেই ছিল। লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসই এক্স’ আগের কর্মদিবসের তুলনায় ১১৪ পয়েন্ট।

প্রধান সূচক ছাড়া অপর দুই সূচকও আজ বেড়েছে। শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ‘ডিএসই এস’ ২৪ পয়েন্ট এবং বাছাই করা কোম্পানিগুলো নিয়ে গঠিত ‘ডিএসই ৩০’ ৪৪ পয়েন্ট বেড়েছে।



সূচকের উত্থানে বড় ভূমিকা রেখেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশসহ (আইসিবি) ১০ কোম্পানি। এসব কোম্পানির কারণেই সূচক বেড়েছে প্রায় অর্ধশতাধিক পয়েন্ট।

এর মধ্যে আইসিবির কারণে আজ ডিএসইর সূচক বেড়েছে ৮ পয়েন্টের বেশি। আর ওয়ালটন হাই-টেক ও বেক্সিমকোর কারণে সূচকে যোগ হয়েছে আরও ১২ দশমিক ০৯ পয়েন্ট।

এছাড়াও স্কয়ার ফার্মা, লাফার্জ হোলসিম, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, অলিম্পিক, রবি, বিকন ফার্মা ও বিএসআরএমের অবদানে সূচক পেয়েছে ২৮ দশমিক ০৩ পয়েন্ট।

অর্থাৎ এই ১০ কোম্পানির কারণে ডিএসইর সূচকে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে যোগ হয়েছে ৪৮ দশমিক ৯৩ পয়েন্ট।

ডিএসইতে সব সূচকের সাথে লেনদেনেও উত্থান হয়েছে আজ। আগের দিনের তুলনায় দেশের প্রধান শেয়ারবাজারে দেড়শ কোটি টাকা বেশি লেনদেন। এদিন টাকার অংকে ১ হাজার ১৬৩ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। গতকাল ডিএসইতে ১ হাজার ৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।

আগের কর্মদিবসের তুলনায় লেনদেন বাড়লেও তা হতাশা কাটার মত নয়। গত ১০ অক্টোবরের পর থেকে ডিএসইর লেনদেন ২ হাজার কোটি টাকা অতিক্রম করতে পারেনি। চলতি মাসের শুরু থেকে অর্থাৎ গত ৮ কর্মদিবসই লেনদেনের পরিমাণ দেড় হাজার কোটি টাকার নিচে। এর মধ্যে গতকালের লেনদেনের পরিমাণ ছিল গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন। যার ফলে লেনদেনে হতাশা কাটিয়ে উঠতে পারছে না বিনিয়োগকারীরা।

বুধবার দেশের প্রধান শেয়ারবাজারে ৩৭৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০১টির, কমেছে ৪৩টির। বাকি ৩১টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

[caption id="attachment_89958" align="aligncenter" width="1466"] বুধবার ডিএসইর টপটেন গেইনার তালিকার ছয় কোম্পানি।[/caption]

তিন শতাধিক কোম্পানির শেয়ারদর বৃদ্ধির দিনে ৬টির দর যতটুকু বাড়া সম্ভব ততটুকুই বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারদর। প্রতিষ্ঠানটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৭৭ শতাংশ বাড়ায় ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে।

এছাড়াও আজ ইসলামিক ফিন্যান্স লিমিটেডের ৯ দশমিক ৭২ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৯ দশমিক ৭০ শতাংশ, ডমিনেজ স্টিলের ৯ দশমিক ৬৭ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৯ দশমিক ৫৯ শতাংশ ও আমান ফিডের শেয়ারদর ৯ দশমিক ২৫ শতাংশ বেড়েছে।

বুধবার শেয়ারদর পতন হওয়া ৪৩টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ডরিন পাওয়ারের। এদিন কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৬২ শতাংশ কমেছে।

ডিএসইর মতো দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক মঙ্গলবারের তুলনায় ৩৬০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি ২০ হাজার ৪৫৮ পয়েন্টে অবস্থান করছে। আজ সিএসইতে ৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত