সুগন্ধি চাল রপ্তানিতে ভর্তুকি দেবে না সরকার

সুগন্ধি চাল রপ্তানিতে ভর্তুকি দেবে না সরকার
গত বছরের জানুয়ারি মাসে চাল রপ্তানিতে ১৫ শতাংশ হারে ভর্তুকি দেওয়ার ঘোষণা দেয় সরকার। তবে অন্যান্য চালের ক্ষেত্রে এ সুবিধা পাওয়া গেলেও সুগন্ধি চাল রপ্তানির ক্ষেত্রে এ প্রণোদনা পাওয়া যাবে না বলে জানানো হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২০ সালের ৩০ ডিসেম্বরের চাল রপ্তানির ক্ষেত্রে প্রণোদনার যে বিষয় ছিল, তা সুগন্ধি চালের জন্য প্রযোজ্য হবে না।

গত বছরের ৩০ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক চাল রপ্তানিতে ১৫ শতাংশ ভর্তুকির প্রজ্ঞাপন জারি করে। রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে দেশে উৎপাদিত ধান থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদিত চাল রপ্তানির বিপরীতে সরকার এ ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বলে জানায় বাংলাদেশ ব্যাংক। বিদেশি মুদ্রা লেনদেনকারী সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই সার্কুলারে ৩০ জানুয়ারি থেকে ২০১৯-২০ অর্থবছরে (২০২০ সালের ৩০ জুন পর্যন্ত) চাল রপ্তানিতে ১৫ শতাংশ হারে প্রণোদনা দিতে বলে কেন্দ্রীয় ব্যাংক। যদিও পরে রপ্তানির অনুমতি আর দেওয়া হয়নি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি