সূত্র মতে, কোম্পানিগুলো হলো : এমআই সিমেন্ট, এমজেএলবিডি, মতিন স্পিনিং, লাভেলো, বাটা সু, সায়হাম কটন, প্রিমিয়ার সিমেন্ট, নাভানা সিএনজি, মীর আখতার হোসাইন, আফতাব অটো এবং এডিএন টেলিকম।
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন আজ বন্ধ রয়েছে। আর রেকর্ড ডেটের পর বৃহস্পতিবার কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।