শুক্রবার ( ১৭ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে এ আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘করোনা প্রতিরোধের মূল হাতিয়ার সংক্রমণ রোধ করা। এ যুদ্ধের মূলমন্ত্র ঘরে থাকা।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহসহ এখন ৪০টি জেলায় করোনা রোগী পাওয়া যাচ্ছে। বেশিরভাগ রোগীই ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে গেছে। লকাউন যদি আরও ভালো হয়, তাহলে করোনাভাইরাস আর ছড়াতে পারবে না।’ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকারও আহ্বান করেন তিনি।
করোনা প্রতিরোধে আরও হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব হাসপাতালে নানা ধরনের জটিল রোগের রোগী রয়েছে। তাদের অন্যত্র স্থানান্তর করা হবে। একইসঙ্গে, সব বিভাগীয় শহরে হাসপাতালে ২০০ শয্যার আইসিইউসহ কোভিড-১৯ হাসপাতাল প্রস্তুত করা হয়েছে এবং সেখানে রোগীরা চিকিৎসা নিয়েছেন। একইসঙ্গে, জেলা শহরে ৫০-১০০ শয্যার কোভিড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোও এগিয়ে এসেছে।