বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার পর রাজধানীর হাতিরঝিলের এমফিথিয়েটারে আয়োজিত ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর, লাল সবুজের মহোৎসব’-এর অষ্টম দিনে চট্টগ্রাম এবং রংপুর বিভাগের অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, একসময়ের তথাকথিত তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।
‘সবার ঢাকা’ অ্যাপ ব্যবহার করে যেকোনো নাগরিক সড়কবাতি, ময়লা, ম্যানহোলের ঢাকনা ইত্যাদি সমস্যা জানিয়ে দ্রুত সমাধান পান বলেও দাবি করেন মেয়র।
তিনি বলেন, ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবলমুক্ত করে বাসযোগ্য ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি।