গৃহবধূ হত্যার ঘটনায় দেবর আটক

গৃহবধূ হত্যার ঘটনায় দেবর আটক
সাভারের আশুলিয়ায় গৃহবধূ মারুফার চাঞ্চল্যকর হত্যার ঘটনায় অভিযুক্ত মোঃ হাসান হাওলাদারকে (২২) গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৩ ডিসেম্বর) রাতে রাঙ্গামাটির লংদু থেকে গ্রেফতার করা হয়। এসময় তাঁর কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত হাসান গত ৭ ডিসেম্বর আশুলিয়ার নরসিংহপুরের অন্ধ কলোনীর বাসায় গৃহবধূ মারুফাকে গলা টিপে হত্যা করে। পরে লাশ খাঁটের ওপর রেখে পালিয়ে যায় সে। এ ঘটনায় নিহতের চাচা হেমায়েত হোসেন আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার ঘটনা উদঘাটনে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লংদুর ভাই-বোনছড়া বাজার থেকে সোমবার রাতে তাকে আটক করতে সক্ষম হয় র‌্যাব-১। গ্রেফতারকৃত হাসান বরগুনার পাথরঘাটা উপজেলার রায়পুর গ্রামের জাকির হোসেনের ছেলে।

র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান হত্যার কথা স্বীকার করেছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত হাসান নিহত মারুফার মামাতো দেবর। প্রায় এক বছর ধরে তাদের অনৈতিক সম্পর্ক চলছিল। মারুফা বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এর জেরেই মারুফাকে হত্যা করে হাসান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা