বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বিষয়টি জানান।
তিনি বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় আর্থিক অনুদান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সব কর্মীর একদিনের বেতন দেয়া হবে এমন সিদ্ধান্ত হয়েছে। এ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়া হবে। ইতোমধ্যে সার্কুলার জারি করে সবাইকে জানানো হয়েছে।
১৯ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংকের অফিসিয়াল আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ভাইরাস সংক্রমণ রোধে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে নিরাপদে রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে চলেছে। বাংলাদেশ ব্যাংকে কর্মরত সকল স্তরের স্থায়ী-অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন থেকে একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
দেশে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের আর্থিক খাত। ক্ষতি মোকাবিলায় বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার।
পাশাপাশি নীতি-সহায়তার মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া বৃহৎ স্বার্থে ঝুঁকির মধ্যেও সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সামগ্রিক প্রচেষ্টায় এই দুর্যোগ মোকাবিলা করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪৫৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন ৭৫ জন। এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ৯১ জন।