মঙ্গলবার (২১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে পোশাক কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
বিজিএমইএ থেকে জানানো হয়েছে, বিজিএমইএর কারখানায় কর্মরত ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ শ্রমিকের মধ্যে ২১ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত ২৩ লাখ ৯৪ হাজার ৫০০ জন মার্চ মাসের বেতন পেয়েছেন। এ হিসাবে এখনও মার্চ মাসের বেতন পাননি ৭৭ হাজার ৯১৭ গার্মেন্টস শ্রমিক।
সংগঠনটি জানিয়েছে, বিজিএমইএর সদস্য দুই হাজার ২৭৪ প্রতিষ্ঠানের মধ্যে ২ হাজার ১৬৪টি প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন পরিশোধ করেছে। অর্থাৎ ৯৫ দশমিক ১৬ শতাংশ প্রতিষ্ঠান শ্রমিকদের মার্চের বেতন পরিশোধ করেছে। বাকি ৪ দশমিক ৮৪ শতাংশ প্রতিষ্ঠানের বেতন পরিশোধ প্রক্রিয়াধীন রয়েছে।