সূত্র মতে, আগের কার্যদিবস লাভেলো আইস্ক্রিমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭.৮০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৩.৬০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪.২০ টাকা বা ৮.৭৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে লাভেলো আইস্ক্রিম ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৪০ শতাংশ, এমারেল্ড অয়েলের ৫.৩৪ শতাংশ, অলটেক্সের ৫.০২ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৪.৭৬ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৪.৭৪ শতাংশ, সুহৃদের ৪.৫০ শতাংশ, সোনালী পেপারের ৪.৪২ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৪.১৩ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর ৪.১০ শতাংশ কমেছে।