শিশু হাসপাতালের নতুন পরিচালক অধ্যাপক জাহাঙ্গীর

শিশু হাসপাতালের নতুন পরিচালক অধ্যাপক জাহাঙ্গীর
অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলমকে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিন বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

এর আগে তিনি একই প্রতিষ্ঠানের পেডিয়াট্রিক রেসপাইরেটরি মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। সাবেক পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে ডা. জাহাঙ্গীর আলম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আনুষ্ঠানিকভাবে আজ দায়িত্ব গ্রহণ করেছি। এ সময় সুষ্ঠুভাবে অর্পিত দায়িত্ব পালনে সবার দোয়াও চান তিনি।

এর আগে, গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব মোহাম্মদ রোকন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন ২০২১ এর ৯ (১) ধারা মোতাবেক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক, পেডিয়াট্রিক রেসপাইরেটরি মেডিসিন বিভাগকে আদেশ জারির তারিখ থেকে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’

‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা হয় প্রজ্ঞাপনে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা