সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) বেক্সিমকো ১ হাজার ৯১২ কোটি টাকা মূল্যের পণ্য ও সেবা বিক্রি করেছে। আগের বছরের একই সময়ে বিক্রির পরিমাণ ছিল ১ হাজার ৩ কোটি টাকা। বছরের ব্যবধানে রাজস্ব বেড়েছে ৯০৯ কোটি টাকা বা প্রায় ৯০ দশমিক ৬২ শতাংশ।
সর্বশেষ প্রান্তিকে বেক্সিমকোর নিট মুনাফা হয়েছে ৩৯৯ কোটি টাকা। গতবছর একই সময়ে নীট মুনাফার পরিমাণ ছিল ১৪৮ কোটি টাকা। বছরের ব্যবধানে কোম্পানিটির নীট মুনাফা ২৫১ কোটি টাকা বা প্রায় ১৭০ শতাংশ বেড়েছে। এ সময়ে শেয়ার প্রতি আয় বা ইপিএস ১ টাকা ৭৮ পয়সা থেকে বেড়ে ৪ টাকা ৫৬ পয়সা হয়েছে।