সূত্র মতে, চুক্তিপত্র স্বাক্ষরিত অনুষ্ঠানে ডিএসই ও নিয়ালকো অ্যালয়সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডিএসইতে নিয়ালকোর কোম্পানি কোড হবে নিয়ালকো। ট্রেডিং কোড নম্বর হবে-৭৩০০৩।
এর আগে গত বছরের ১৫ এপ্রিল এসএমই কোম্পানি হিসেবে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য নিয়ালকো অ্যালয়েসকে অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ নিয়ালকো অ্যালয়েস ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটি ব্রোঞ্জ, পিতল, মেটালসহ অনেক ধরনের পণ্য উৎপাদন করে।
২০১৫ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে নিয়ালকো অ্যালয়েস। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।