রোববার (৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৪০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি ৭ হাজার ৬৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়াও শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ ৯ পয়েন্ট এবং বাছাইকৃত কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই৩০’ সূচক ১৯ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে ১ হাজার ৩৩৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৭৩ কোটি ৮২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৬১ কোটি ২৭ লাখ টাকার।
সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, দর কমেছে ১৭৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ১৩৮ পয়েন্ট বেড়েছে। সিএসইতে আজ ৫৩ কোটি ৩৭ লাখ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।