শেয়ারবাজার থেকে ৩১০ কোটি টাকা তুলবে প্রিমিয়ার সিমেন্ট

শেয়ারবাজার থেকে ৩১০ কোটি টাকা তুলবে প্রিমিয়ার সিমেন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড প্রেফারেন্স শেয়ার ছেড়ে ৩১০ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করবে। কোম্পানিটির প্রেফারেন্স শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিএসইসির ৮১১তম কমিশন বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত শেয়ার হবে সম্পূর্ণ অবসায়নযোগ্য। এটি সাধারণ শেয়ারে রূপান্তরযোগ্য নয়।

আলোচিত প্রেফারেন্স শেয়ারের মধ্যে ২৩৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার সম্ভাব্য বিনিয়োগকারীদের নিকট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। যার মেয়াদ হবে ৫ বছর। বাকি ৭৫ কোটি টাকার শেয়ার কোম্পানির স্পন্সর শেয়ারহোল্ডার/পরিচালকদের নিকট ইস্যু করা হবে, যার মেয়াদ ১২ বছর।

এই প্রেফারেন্স শেয়ারের প্রতিটির অভিহিত মূল্য ২৫ লাখ টাকা। এর ডিভিডেন্ড হার ৬.২৫-৭.৭৫ শতাংশ।

প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে প্রিমিয়ার সিমেন্ট ব্যালান্সশিট পুনর্গঠন, আর্থিক ব্যয় কমানো, মুনাফা বৃদ্ধি এবং আর্থিক সূচকগুলোর উন্নতি করবে বলে বিএসইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত