ক্যান্সার আক্রান্ত নাছির উদ্দিনকে গত বছরের ১১ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সযোগে ব্যাংককে নেওয়া হয়। সেখানে গত ১ জানুয়ারি থেকে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
১৯৮৪ সালে এনজেডএন ফ্যাশন দিয়ে তৈরি পোশাকশিল্পে যাত্রা শুরু করা মো. নাছির উদ্দিনের হাতে গড়া আটটি প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৩৫ হাজার বাংলাদেশি কর্মরত। তার জীবদ্দশায় তিনি মর্যাদাপূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার- ২০২০, টানা সাতটি স্বর্ণপদকসহ মোট ২৪টি জাতীয় রপ্তানিকারক পুরস্কার, ৩ বার এইচএসবিএস বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং একবার সেরা ব্যবসায়ী পুরস্কার পেয়েছেন। এম. নাসির উদ্দিন বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেপজিয়া) চেয়ারম্যানও ছিলেন।
আগামী ০২/০৩/২০২২ ইং রোজ বুধবার সকালে থাইল্যান্ড থেকে বিমানযোগে উনাকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে। কাল ৯:৩০ মিনিটে চট্টগ্রাম EPZ এ উনার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। বাদে যোহর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে। সলিমপুরস্হ নিজ বাড়িতে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে উনাকে দাফন করা হবে।
এদিকে মো. নাছির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম ও সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন। একই সঙ্গে শোক জানিয়েছে বিজিএমইএ।