জানা যায়, প্রতিষ্ঠনটির আবেদনের প্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তিন সদস্যের পরিদর্শন কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএসইসির উপ পরিচালক মোহাম্মদ রতন মিয়াকে। বাকী দুই সদস্য হচ্ছেন বিএসইসি সহকারী পরিচালক মাহমুদুর রহমান ও ডিএসইর এক্সিকিউটিভ মহর আলী।
এদিকে গত বছরের ২৮ ডিসেম্বর এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে একীভূতকরণের খসড়া স্কিমে অনুমোদন দিয়েছে মূল প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। নিয়ন্ত্রক সংস্থা, শেয়ারহোল্ডার ও হাইকোর্টের অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
কোম্পানিকেই একীভূত করার বিষয়ে গত বছরের নভেম্বর মাসের শুরুতে সিদ্ধান্ত নেয় ফার কেমিক্যালের পর্ষদ। একীভূত কর্যক্রম সফলভাবে সম্পন্ন হলে এসএফ টেক্সটাইলের সব দায় ও সম্পদ অধিগ্রহণের মাধ্যমে ফার কেমিক্যালের সঙ্গে একীভূত করা হবে।
এদিকে গত বছরের ২২ ডিসেম্বর থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল লিমিটেডকে ‘এ’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি পরিবর্তন করেছে।
দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০২ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৩ টাকা ৫৫ পয়সা।