এই সংকটজনক পরিস্থিতিতে চীনে বাড়ছে অনলাইন শিক্ষার হার। মঙ্গলবার চীনের ইন্টারনেট ডেভলপমেন্টের প্র্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মার্চের শেষ পর্যন্ত দেশটিতে অনলাইন শিক্ষা নেওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ কোটি ৩০ লাখ যা ২০১৮ সালের সাথে তুলনা করলে বেড়েছে ১১২.২ শতাংশ।
জিংহুয়া নিউজে এজেন্সির দেওয়া তথ্য মতে, অনলাইন শিক্ষা ব্যবহারকারীর সংখ্যা ৪৬.৮ শতাংশ। প্রাণঘাতী করোনার সময় থেকেই বেড়েছে অনলাইনে শিক্ষার হার। স্কুল বন্ধ থাকার কারণে ২৬ কোটি ৫০ লাখ শিক্ষার্থী বাসা থেকে ক্লাস করছে। সে হিসেবে প্রতিদিন ১ কোটিরও বেশি অনলাইনে ক্লাস করা শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। অর্নিদিষ্টকালের জন্য স্কুল কলেজ বন্ধ থাকায় চীনে বাড়ি বসে অনলাইনে পড়ালেখার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশিরভাগ স্কুল অনলাইনে ক্লাস নেওয়ার প্রতি আগ্রহ দেখাচ্ছে।