নিরীক্ষা প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের চিঠি

নিরীক্ষা প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের চিঠি
নিরীক্ষা করার সময় অনেক আর্থিক প্রতিষ্ঠান তথ্য গোপন করে। এতে ওই প্রতিষ্ঠানের প্রকৃত চিত্র উঠে আসে না। এ কারণে নিরীক্ষা কার্যক্রম পরিচালনার সময় প্রতিষ্ঠানের দেওয়া তথ্য কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) ও সিস্টেম জেনারেটেড ট্রায়াল ব্যালেন্সের সঙ্গে মিলিয়ে দেখতে বলছে বাংলাদেশ ব্যাংক। ৪৩ নিরীক্ষা প্রতিষ্ঠানকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এসব প্রতিষ্ঠানকে চিঠি পাঠায় কেন্দ্রীয় ব্যাংক।

সংশ্লিষ্টরা বলছেন, প্রকৃত তথ্য না থাকায় অনেক নিরীক্ষা প্রতিষ্ঠান ভুল তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি করে। কেন্দ্রীয় ব্যাংক তাদের বিরুদ্ধে কঠোর হচ্ছে। এরই মধ্যে ৪৩ টি প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানে নিরীক্ষা করতে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের সঙ্গে ওই প্রতিষ্ঠানের কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) এ সংরক্ষিত তথ্যের মিল আছে কি না তা যাচাই-বাছাই করতে হবে। পরে নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে হবে।

চিঠি পাঠানো নিরীক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- কে. এম. হাসান অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, এ. ওয়াহাব অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, হুসাইন ফরহাদ অ্যান্ড কোং-চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস, নুরুল ফারুক হাসান অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, জোহা জামান কবির রশীদ অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, মাহফেল হক অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, রহমান রহমান হক অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, একনাবিন-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আহমেদ জাকের অ্যান্ড কোং-চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট, এম. জে. আবেদিন অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, হুদা ভাসী চৌধুরী অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, মালেক সিদ্দিকী ওয়ালী অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কাজী জহির খান অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, এম, এম, রহমান অ্যান্ড কোং-চাটর্ডি অ্যাকাউন্ট্যান্টস, ইসলাম আফতাব কামরুল অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, হাওলাদার ইউনুস অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, জি. কিবরিয়া অ্যান্ড কোং-চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা