সাইফউদ্দিন নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছেন। বোর্ডে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, ভুলবশত বেফাঁস মন্তব্য করেছেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমে এই অলরাউন্ডার বলেন, ‘আপনারা জানেন গতকাল আমি সংবাদমাধ্যমে কথা বলেছিলাম। ওই কথাগুলো আমার হয়তো বলা উচিত হয়নি। বিশেষ করে আমি হতাশা থেকে কথাগুলো বলেছিলাম। আমি একটা কর্মসূচির মধ্যে ছিলাম। কিছুদিন আগেও বোর্ড আমাকে টাকা খরচ করে লন্ডন পাঠিয়েছে। এগুলো না বলে আমি আসলে বেফাঁস কিছু কথা বলে ফেলেছি। যার কারণে আমি নিজেও অনুতপ্ত।'
এর আগে গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের জন্য অনুশীলনে এসে সাইফউদ্দিন বলেছেন, 'আমি এখন জাতীয় দলে নেই, তাই জাতীয় দল নিয়ে ভাবনাও নেই। যখন ঢুকব তখন হয়তো চিন্তাভাবনা করব। গত সাড়ে ৫ মাস মাঠের বাইরে ছিলাম। জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্টের কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি। তো আমি নিজ থেকে আসলে কী বলব? যদি দল মনে করে আমার প্রয়োজন, তখন আমি জাতীয় দল নিয়ে কথা বলব। এখন আবাহনীতে আছি, মনোযোগ এখানেই।'
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে জাতীয় দলের বাইরে আছেন সাইফউদ্দিন। কোমরের চোটের কারণে কোনো ধরনের ক্রিকেটে ছিলেন না এই অলরাউন্ডার। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে শুরু হতে পারে তার প্রত্যাবর্তন। তিনি খেলবেন আবাহনী লিমিটেডের হয়ে।
কোমরের চোট নিয়ে গত ৩ ফেব্রুয়ারি লন্ডন গিয়েছিলেন সাইফউদ্দিন। সেখানে চিকিৎসকের পরামর্শে স্ক্যান করান। কিন্তু স্ক্যানে কিছু ধরা পড়েনি। এখন কোনো চোট নেই। ব্যাটিং করতে পারবেন আগের মতোই, তবে বোলিংয়ে ফিরতে আরও দেরি হবে।