8194460 বাংলাদেশ শিপিং করপোরেশনের ২২ দশমিক ৮ মিলিয়ন টাকার বিমা দাবি - OrthosSongbad Archive

বাংলাদেশ শিপিং করপোরেশনের ২২ দশমিক ৮ মিলিয়ন টাকার বিমা দাবি

বাংলাদেশ শিপিং করপোরেশনের ২২ দশমিক ৮ মিলিয়ন টাকার বিমা দাবি
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ক্ষতিগ্রস্ত জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ক্ষতি পূরণ হিসেবে ২২ দশমিক ৮ মিলিয়ন টাকার বিমা দাবী করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারন বীমা কর্পোরেশন কাছে এই দাবী করেছে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটি।

সাধারণ বিমা কর্পোরেশন ডেনিশ চার্টার ডেল্টা কর্পোরেশনের সাথে এমভি বাংলার সমৃদ্ধি’র সাথে বিমা করেছে।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন,”আমরা সমস্ত আন্তর্জাতিক নিয়ম-কানুন মেনে বিমা দাবি করেছি। বিমাকারী এখন প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবে এবং দাবি পরিশোধ করবে।

প্রতিমন্ত্রী বলেন, “জাহাজটি যথাযথভাবে সব প্রক্রিয়া অনুসরণ করে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এখন এটি দেখাশোনার জন্য প্রহরী খোঁজার চেষ্টা চলছে, যদিও যুদ্ধের কারণে এই কাজের জন্য কাউকে পাওয়া কঠিন হবে।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ২ মার্চ ইউক্রেনের আলভিয়া বন্দর চ্যানেলে নোঙর করার সময় শিপিং কর্পোরেশনের অন্তর্গত বাংলার সমৃদ্ধি একটি রকেটের আঘাতে পড়ে। এতে আগুন ধরে যায়। তবে সবার তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিভাতে সক্ষম হয়। রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মোঃ হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন। পরে জাহাজটিকে পরিত্যাক্ত ঘোষণা করে সরকার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন