এবার নারী দিবসের বিশ্বব্যাপী প্রতিপাদ্য ছিলো ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ গোলাম ফারুক। অনুষ্ঠানে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
দেশের পুঁজিবাজার ও উন্নয়নে অংশগ্রহনের জন্য অনুষ্ঠানে নারী সহকর্মীদের অবদানের প্রশংসা করা হয়।
সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক(ভারপ্রাপ্ত) মোঃ গোলাম ফারুক নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির বিষয়ে আলোকপাত করেন। সব নারীর জন্য লিঙ্গ সমতা নিশ্চিত করতে স্টক এক্সচেঞ্জের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএসই’র চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মাহাদী হাসান, আইটি প্রধান মোহাম্মদ মেজবাহ উদ্দিন, কোম্পানী সেক্রেটারী রাজীব সাহা সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।