বিশ্ববাজারে তেলের দাম কমছে

বিশ্ববাজারে তেলের দাম কমছে
রশিয়া-ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় আশা দেখছেন বিনিয়োগকারীরা। যার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক তেলের বাজারে। এরই মধ্যে অপরিশোধিত তেলের দাম দুই সপ্তাহের মধ্যে প্রথমবার ১০০ মার্কিন ডলারের নিচে নেমেছে। কমেছে হিটিং অয়েল-প্রাকৃতিক গ্যাসের দামও।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, মঙ্গলবার (১৫ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১টা ৪৭ মিনিটে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ছিল প্রতি ব্যারেল ১০০ দশমিক ৯৫ ডলার, যা আগের দিনের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বা ৫ দশমিক ৯৫ ডলার কম। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ছিল প্রতি ব্যারেল ৯৭ দশমিক ৫২ ডলার, যা আগের দিনের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বা ৫ দশমিক ৪৯ ডলার কম।

তবে সন্ধ্যা ৬টায় এই প্রতিবেদন লেখার সময় অয়েল প্রাইস ডটকমে দুই ধরনের তেলের দামই আরও কমতে দেখা গেছে। ওয়েবসাইটটির তথ্যমতে, মঙ্গলবার ব্রেন্টের দাম ৮ দশমিক ০৫ শতাংশ (৮ দশমিক ৬১ ডলার) কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ২৯ ডলার। আর ডব্লিউটিআই’র দাম ৮ দশমিক ৪৬ শতাংশ (৮ দশমিক ৭১ ডলার) কমে হয়েছে ৯৪ দশমিক ৩০ ডলার।

এছাড়া, হিটিং অয়েলের দাম ৮ দশমিক ৪৩ শতাংশ কমে দাঁড়িয়েছে তিন ডলারে। আর প্রাকৃতিক গ্যাসের দাম ২ দশমিক ২৩ শতাংশ কমে হয়েছে প্রতি ইউনিট ৪ দশমিক ৫৫৪ ডলার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না