ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প

ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প

বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরাইল-অধিকৃত পশ্চিম তীর সংযুক্ত করার অনুমতি দেবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরাইলি প্রধানমন্ত্রীর ভাষণের আগে মার্কিন প্রেসিডেন্ট ওভাল অফিসে সাংবাদিকদের বলেছেন, আমি ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দেব না... এটা ঘটবে না। যথেষ্ট হয়েছে। এখন থামার সময় এসেছে।


সোমবার (২৯ সেপ্টেম্বর) নেতানিয়াহুর সাথে দেখা করার কথা আছে ট্রাম্পের। তার আগে, গাজা চুক্তি ‘প্রায় কাছাকাছি’ বলেও জানান তিনি।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, পশ্চিমা বিভিন্ন দেশ একের পর এক আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পর, গাজা যুদ্ধ এবং পশ্চিম তীর দখলের অবসান ঘটাতে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছে ইসরাইল। আর পশ্চিম তীরের সংযুক্তিকে এই সম্ভাবনা বন্ধ করার একটি উপায় হিসেবে দেখছে উগ্র ডানপন্থি ইসরাইলিরা।

নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের অতি-জাতীয়তাবাদীরা বারবার ফিলিস্তিনি ভূখণ্ডের অংশ, পশ্চিম তীরকে ইসরাইলের সাথে সংযুক্ত করার আহ্বান জানিয়ে আসছে।

যুক্তরাজ্য এবং জার্মানি বলেছে যে তারা ইসরাইলকে সংযুক্তির বিরুদ্ধে সতর্ক করেছে। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এমন পদক্ষেপ ‘নৈতিক, আইনগত এবং রাজনৈতিকভাবে অসহনীয়’ হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের জানান, তিনি নেতানিয়াহুর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য নেতাদের সাথেও কথা বলেছেন।

তিনি বলেন, আমরা গাজা নিয়ে একটি চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি। এমনকি, হয়তো শান্তি প্রতিষ্ঠারও কাছাকাছি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না