বাংলাদেশে তেলের সরবরাহ স্থিতিশীল রাখবে সৌদি

বাংলাদেশে তেলের সরবরাহ স্থিতিশীল রাখবে সৌদি
বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল রাখার আশ্বাস দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।



ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা বাড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এই আশ্বাস দেন।

বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ও সৌদি আরবের ‘উচ্চপর্যায়ের’ এই সংলাপ অনুষ্ঠিত হয়। পরে এক প্রশ্নের জবাবে ফয়সাল বিন ফারহান বলেন, আমি যেটি আপনাদের বলতে পারি— তেলের বাজার স্থিতিশীল রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ পর্যন্ত সব সূচক যা বলছে তেলের সরবরাহ নিয়ে শঙ্কার কিছু এখনও নেই।

ফয়সাল বিন ফারহান আল সাউদ বলেন, নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে কাজ করে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়াতে চায় সৌদি আরব।’

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, সৌদি আরব মধ্যপ্রাচ্যকে সবুজায়ন করতে ৫০ বিলিয়ন গাছ লাগাবে। তার মধ্যে সৌদি আরব নিজে লাগাবে ১০ বিলিয়ন। সেই গাছ লাগাতে বাংলাদেশকে অংশীদার করার অনুরোধ করেছি। বাংলাদেশ গাছ দিতে চায়। তার সঙ্গে গাছ বড় করা ও রক্ষণাবেক্ষণ করতে চাই।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশে জমি লিজ নিয়ে চাষ করতে যাচ্ছে। বাংলাদেশ সেখানেও পার্টনার হওয়ার কথা বলেছে।’

এ ছাড়া হজযাত্রীদের জন্য সব ধরনের ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন হবে বলে দুই দেশ একমত হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ।

এর আগে দুদেশের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও সফররত সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু