সূত্র মতে, আগের কার্যদিবস রবি আজিয়াটার শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৪ টাকা ৯০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৩ দশমিক ৫৯ শতাংশ কমেছে।
এদিন ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ২ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১ দশমিক ৯৮ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ১ দশমিক ৯৮ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ১ দশমিক ৯৭ শতাংশ, তাকাফুল ইন্স্যুরেন্সের ১ দশমিক ৯৭ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ১ দশমিক ৯৭ শতাংশ, মতিন স্পিনিংয়ের ১ দশমিক ৯৭ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর ১ দশমিক ৯৭ শতাংশ কমেছে।