ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিডিকম অনলাইন লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। কোম্পানিটি মোট ৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস। কোম্পানিটি মোট ৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন করে।
ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয়া অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে - একমি পেস্টিসাইডস, অ্যাডভেন্ট ফার্মা, বিডিকম অনলাইন, বার্জার পেইন্টস, বিজিআইসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ঢাকা ডাইং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিকস, এইচ.আর টেক্সটাইল, মোজাফফর হোসেন হোসেন স্পিনিং, নাহি অ্যালুমিনয়াম কম্পোজিট, ন্যাশনাল পলিমার, ফার্মা এইডস, প্রাইম ইন্স্যুরেনন্স,রবি, স্যালভো কেমিক্যাল, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সানলাইফ, ওয়াটা কেমিক্যাল ও ইয়াকিন পলিমার লিমিটেড।