8194460 বন্দরনগরী মারিউপোলে পৌঁছেছে রুশ বাহিনী : মেয়র - OrthosSongbad Archive

বন্দরনগরী মারিউপোলে পৌঁছেছে রুশ বাহিনী : মেয়র

বন্দরনগরী মারিউপোলে পৌঁছেছে রুশ বাহিনী : মেয়র

ইউক্রেনের দক্ষিণের বন্দরনগরী মারিউপোলে পৌঁছেছে রুশ সামরিক বাহিনী। শুক্রবার (১৮ মার্চ) মারিউপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কোর বরাত দিয়ে এমন তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।


বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়র জানান, শহরে এখন রুশ সামরিক বাহিনীকে প্রতিহয় করছে ইউক্রেনীয় যোদ্ধারা। এছাড়াও মারিউপোলে রুশ বাহিনীর ঢুকে পড়ার কথা নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।


এর আগে মুহুর্মুহু গোলাবর্ষণে অবরুদ্ধ হয়ে পড়েছিল মারিউপোল শহর। হামলা ও বিস্ফোরণ অব্যাহত থাকায় উদ্ধার কাজ চালানো যাচ্ছে না। শহরের উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ করার সময় বাধার সম্মুখীন হচ্ছেন।


গত বুধবার রাশিয়ার বিমান হামলায় থিয়েটার ভবনে আঘাত হানে রাশিয়ান রকেট। এতে থিয়েটারটি ধ্বংসস্তূপে পরিণত হয়। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, এখন পর্যন্ত ১৩০ জনকে ধংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনো সেখানে শতাধিক মানুষ আটকা পড়ে রয়েছেন।


শহরটিতে রুশ আগ্রাসন শুরুর পর সেখানকার ইউক্রেনীয় এমপি দিমিত্রো গুরিন জানান, তার বাবা-মা শহরে আটকা পড়েছেন। তারা আমাকে জানিয়েছেন, কিছু লোক এলাকা ছেড়ে চলে যেতে পেরেছে। কিন্তু সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনটি জোনে আশ্রয়কেন্দ্র রয়েছে, জানি না সেসব স্থানে কী চলছে।


ওই এমপি জানান, মনে হচ্ছে বোমা হামলায় আশ্রয়কেন্দ্রগুলোর উল্লেখযোগ্য ক্ষতি না হলেও লোকেরা বের হতে পারছে না ভয়ে। কারণ চারদিকে আর্টিলারি ফায়ারের শব্দ। ধ্বংসস্তূপ পরিষ্কার করা যাচ্ছে না। সময় খুবই বিপজ্জনক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না