২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা মেরিকোর

২০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা মেরিকোর
পুঁজিবাজারে তালিকাভুক্ত মেরিকো বাংলাদেশ লিমেটেডের পরিচালনা পর্ষদ ২০২০ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাব বছরের জন্য ২০০ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে প্রতিষ্ঠানটি ৭৫০ শতাংশ অন্তর্বতী লভ্যাংশ ঘোষণা করেছিল।

অর্থাৎ হিসাব বছরটিতে এই বহুজাতিক কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৯৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিচ্ছে। পুঁজিবাজারে তালিকাভুক্তির পর এক হিসাব বছরে এটাই কোম্পানিটির সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা।

করোনাভাইরাসের প্রকোপের মধ্যে কোম্পানিটির পরিচালকরা ডিজিটাল প্লাটফর্মে পর্ষদ সভা করে ২০১৯-২০ (২০১৯ সালের এপ্রিল থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত) হিসাব বছরের আর্থিক হিসাবের ভিত্তিতে এই চূড়ান্ত লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ জুলাই অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট শেয়ার বাজারে আবার লেনদেন শুরু হওয়ার ১৫তম দিনে নির্ধারণ করা হয়েছে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮৪ টাকা ১ পয়সা। আর চলতি বছরের মার্চ শেষে শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৫ পয়সা। ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এই বহুজাতিক কোম্পানিটি এর আগে ২০১৪ সালে ৯০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এটাই এতদিন প্রতিষ্ঠানটির সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা ছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত