তানজানিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২২

তানজানিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২২
তানজানিয়ার পূর্বাঞ্চলে বাস-ট্রাকের সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৮ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৯মার্চ) দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান টুইটারে শোক প্রকাশ করেছেন। সড়কপথে চলাচলের সময় সবাইকে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধও জানিয়েছেন তিনি।

মোরোগোরো অঞ্চলের পুলিশপ্রধান জানান, দার-এস সালাম বন্দর থেকে প্রায় দুশো কিলোমিটার পশ্চিমে মেলালা কিবাওনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, ট্রাকটি একটি মোটরবাইককে ওভারটেক করতে গিয়ে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

তানজানিয়ায় সড়কের অব্যবস্থাপনার কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। গত সোমবারও জাম্বিয়ান সীমান্তের কাছে একটি কোচ দুর্ঘটনার কবলে পড়লে মারা যান চারজন।

২০১৭ সালের মে মাসে তানজানিয়ায় একটি বাস দুর্ঘটনায় ৩৫ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়। এর দুই বছর আগে বাস ও ট্রাকের সংঘর্ষে ৪২ জন নিহত হন।

তবে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ২০০৬ সালে। দেশটির উত্তরাঞ্চলীয় আরুশা শহরের কাছে সড়ক দুর্ঘটনায় ৫৪ জন বাস যাত্রী নিহত হন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না