এমন পরিস্থিতিতে কৃষকের লোকসান ঠেকাতে ন্যায্যমূল্যে সরাসরি মাঠ থেকে সবজি ক্রয় শুরু করেছে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশন।
যশোর সেনানিবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
গ্রীষ্মকালিন সবজির ভরা মৌসুম এখন। যশোরসহ এ অঞ্চলের কৃষকের একটি বৃহৎ অংশ সবজি চাষের সাথে সম্পৃক্ত। সেনানিবাসের ৪০টি ইউনিট প্রতিদিন তাদের প্রয়োজনীয় সবজি সরাসরি মাঠে গিয়ে ওইসকল কৃষকের কাছ থেকে কিনছেন।
করোনা মহামারি মোকাবেলায় সেনাবাহিনীর নানামুখি মানবিক উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এ কৃষক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ক্যাপ্টেন ফাইজুল আরিফ।
সেনা সদস্যরা সরাসরি কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্য দামে সবজি কেনায় খুশি যশোরের কৃষকরা।
দেশের মোট যে সবজির চাহিদা রয়েছে তার প্রায় ৬০ শতাংশ পূরণ হয় যশোরের উৎপাদিত সবজি দিয়ে। চলতি মৌসুমে জেলায় ৩৩ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি আবাদ হয়েছে।