খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা

খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা

অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। জুম্ম ছাত্র-জনতার ডাকে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। অবরোধের ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সাধারণ মানুষসহ পূজার ছুটিতে খাগড়াছড়িতে ভ্রমণে আসা পর্যটকরা।


শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।


শহরের চেঙ্গী স্কোয়ার, দীঘিনালা, পানছড়ি, রামগড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছের গুঁড়ি ফেলে, গাছ কেটে এবং টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করছে জুম্ম ছাত্র-জনতার নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


এদিকে, পূজার দীর্ঘ ছুটিতে খাগড়াছড়ি ভ্রমণে আসা পর্যটকরা চরম দুর্ভোগে পড়েছেন। যান চলাচল বন্ধ থাকায় পর্যটকদের সড়কের পাশে বসে থাকতে দেখা গেছে। যান চলাচল বন্ধ থাকায় পর্যটকদের সড়কের পাশে বসে থাকতে দেখা গেছে।


ঘটনার বিবরণ ও মামলা গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। কিশোরীটি প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে দলবদ্ধ ধর্ষণ করে।


এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে সন্দেহভাজন হিসেবে শায়ন শীল (১৯) নামে এক যুবককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ছাড়াও ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।


উল্লেখ্য, একই দাবিতে এর আগে গত বুধবারও জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করা হয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট