এদিন শেয়ারদর পতনের শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। আজ শেয়ারটির দর কমেছে ১.২ টাকা বা ৭.৬৪ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৪.৫ টাকা দরে লেনদেন হয়। যেখানে গতকাল শেয়ারটির মূল্য ছিলো ১৫.৭ টাকা। কোম্পানিটি ২৩৬৪ বারে ৯৪ লাখ ৬৫ হাজার ৫৬৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দর কমেছে ০.৫ টাকা বা ২.১৬ শতাংশ। এদিন কোম্পানিটির সর্বশেষ ২২.৬ টাকা দরে শেয়ার লেনদেন হয়। যেখানে গতকাল শেয়ারটির মূল্য ছিলো ২৩.১ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা বা ২ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৯ টাকা দরে লেনদেন হয়। যেখানে গতকাল শেয়ারটির মূল্য ছিলো ৫০ টাকা।
টপ লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে – বিডিকম অনলাইন লিমিটেড, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, এটলাস বাংলাদেশ লিমিটেড, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, জেনেক্স ইনফোসিস লিমিটেড।