রাশিয়ার বিপক্ষে বাহিনী গঠন করবে না ইইউ

রাশিয়ার বিপক্ষে বাহিনী গঠন করবে না ইইউ
ইউক্রেন জুড়ে রাশিয়ার তান্ডব চলছে প্রায় একমাস ধরে। এমন পরিস্থিতিতে সামগ্রীকভাবে ইউরোপীয় সেনাবাহিনী গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। মঙ্গলবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্র্যাটেজিক কম্পাস নামে একটি নথি অনুমোদনের পর পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের সামনে কথা বলেন জোসেপ বোরেল। সেখানে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক এই প্রধান বলেন, ‘আমরা ইউরোপীয় সেনাবাহিনী তৈরি করতে চাই না।’

স্ট্র্যাটেজিক কম্পাস নামের ওই নথিতে ‘ইইউ র‍্যাপিড ডিপ্লয়মেন্ট ক্যাপাসিটি’ গঠনের পরিকল্পনা রয়েছে যা মূলত ইউরোপীয় ইউনিয়নকে বিভিন্ন ধরনের সংকট মোকাবিলায় ‘দ্রুত ৫ হাজার সেনা মোতায়েন’ করার অনুমতি দিতে পারে।

বোরেল আরও বলেন, আমরা একসাথে মহড়ায় অংশ নেব যা এর আগে কখনও হয়নি। তিনি জোর দিয়ে বলেন, ইইউয়ের সদস্য রাষ্ট্রগুলোর নিজস্ব সেনাবাহিনী রয়েছে এবং থাকবে। তবে দেশগুলোকে আরও ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক এই প্রধানের দাবি, সামরিক জোট ন্যাটো এখনও ইউরোপের আঞ্চলিক প্রতিরক্ষার মূল ভিত্তি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না