প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্র্যাটেজিক কম্পাস নামে একটি নথি অনুমোদনের পর পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের সামনে কথা বলেন জোসেপ বোরেল। সেখানে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক এই প্রধান বলেন, ‘আমরা ইউরোপীয় সেনাবাহিনী তৈরি করতে চাই না।’
স্ট্র্যাটেজিক কম্পাস নামের ওই নথিতে ‘ইইউ র্যাপিড ডিপ্লয়মেন্ট ক্যাপাসিটি’ গঠনের পরিকল্পনা রয়েছে যা মূলত ইউরোপীয় ইউনিয়নকে বিভিন্ন ধরনের সংকট মোকাবিলায় ‘দ্রুত ৫ হাজার সেনা মোতায়েন’ করার অনুমতি দিতে পারে।
বোরেল আরও বলেন, আমরা একসাথে মহড়ায় অংশ নেব যা এর আগে কখনও হয়নি। তিনি জোর দিয়ে বলেন, ইইউয়ের সদস্য রাষ্ট্রগুলোর নিজস্ব সেনাবাহিনী রয়েছে এবং থাকবে। তবে দেশগুলোকে আরও ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করতে হবে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক এই প্রধানের দাবি, সামরিক জোট ন্যাটো এখনও ইউরোপের আঞ্চলিক প্রতিরক্ষার মূল ভিত্তি।