ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘ঋণ দেওয়ার জন্য এখন আমরা পরবর্তী প্রক্রিয়া শুরু করবো। আবেদন যাচাই-বছাই করে দেখবো। আমাদের কমিটির পক্ষ থেকে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা হবে। তারপর প্রয়োজনীয়তা অনুসারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
সুপ্রিম কোর্টে প্রায় ১০ হাজার আইনজীবী সদস্য রয়েছেন। তাদের মধ্যে করোনা পরিস্থিতিতে সংকটে থাকাদের আর্থিক সহায়তা হিসেবে সুদমুক্ত ঋণ দেওয়ার ঘোষণা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির এক সভা শেষে গত ১৫ এপ্রিল এই ঘোষণা দেওয়া হয়। যার ধারাবাহিকতায় আইনজীবীরা সুদমুক্ত ঋণ সহায়তা চেয়ে আবেদন জানান।