ভারতে বাড়ল পেট্রল-ডিজেলের দাম

ভারতে বাড়ল পেট্রল-ডিজেলের দাম
পেট্রলের দাম বাড়ল কলকাতা ও ভারতের অন্য মেট্রো শহরে। পাঁচ রাজ্যে ভোট মিটতেই জ্বালানির দাম বৃদ্ধির যে আশঙ্কা করছিলেন বিশেষজ্ঞরা তা অবশেষে সত্যি হল। কলকাতা-সহ মেট্রো শহরগুলিতে ৮০ পয়সা করে দাম বাড়ল জ্বালানির। পেট্রল ও ডিজেল উভয় জ্বালানির দামই লিটার প্রতি ৮০ পয়সা বৃদ্ধি করা হয়েছে।





কলকাতায় পেট্রল-ডিজেলের দাম : নতুন দাম বৃদ্ধির ফলে কলকাতায় পেট্রলের দাম রয়েছে ১০৫.৫১ টাকা। এতদিন এই দাম ছিল ১০৪.৬৭টাকা। অন্যদিকে দাম বৃদ্ধির ফলে কলকাতায় ডিজেলের দর রয়েছে লিটার প্রতি ৯৯.৬২ টাকা।

নয়া দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম : ভারতের মেট্রো শহরগুলির মধ্যে একমাত্র মুম্বইতেই পেট্রলের দর রয়েছে ১০০ টাকার নীচে। নতুন দাম বৃদ্ধির ফলে দিল্লিতে পেট্রলের দাম রয়েছে প্রতি লিটারে ৯৬.২১ টাকা। পাশাপাশি লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে ৮৭.৪৭ টাকা।



মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম : ভারতের অন্য শহরের মতো জ্বালানির দাম বেড়েছে মুম্বইতেও। বাণিজ্য নগরীতে পেট্রলের প্রতি লিটারে দাম রয়েছে ১১০.৮২ টাকা। অন্যদিকে ডিজেলের দর রয়েছে লিটার প্রতি ৯৫ টাকা।

চেন্নাইতে পেট্রল-ডিজেলের দাম : দক্ষিণের এই মেট্রো শহরে পেট্রলের লিটার প্রতি দাম রয়েছে ১০২.১৬ টাকা। অন্যদিকে, ডিজেলের প্রতি লিটারে দাম রয়েছে ৯২.১৯ টাকা।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে দেশে পেট্রল-ডিজেলের দামে কোনও হেরফের করেনি তেল সংস্থাগুলি। কিন্তু বিশেষজ্ঞরা, ক্রমশই আশঙ্কা প্রকাশ করে জানাচ্ছিলেন, পাঁচ রাজ্যের ভোট মিটতেই দাম বাড়বে জ্বালানির। কার্যক্ষেত্রে হলও তাই। পেট্রল-ডিজেলের দাম লিটার প্রতি ১০ থেকে ১২ টাকা বৃদ্ধির আশঙ্কা করা হয়েছিল। অনেকেই মনে করছেন, এক্ষেত্রে ধীরে চলো নীতি অবলম্বন করবে কেন্দ্র। একবারে দাম না বাড়িয়ে দফায় দফায় বাড়ানো হতে পারে জ্বালানির দাম।

সূত্র: এইসময়

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না