কলকাতায় পেট্রল-ডিজেলের দাম : নতুন দাম বৃদ্ধির ফলে কলকাতায় পেট্রলের দাম রয়েছে ১০৫.৫১ টাকা। এতদিন এই দাম ছিল ১০৪.৬৭টাকা। অন্যদিকে দাম বৃদ্ধির ফলে কলকাতায় ডিজেলের দর রয়েছে লিটার প্রতি ৯৯.৬২ টাকা।
নয়া দিল্লিতে পেট্রল-ডিজেলের দাম : ভারতের মেট্রো শহরগুলির মধ্যে একমাত্র মুম্বইতেই পেট্রলের দর রয়েছে ১০০ টাকার নীচে। নতুন দাম বৃদ্ধির ফলে দিল্লিতে পেট্রলের দাম রয়েছে প্রতি লিটারে ৯৬.২১ টাকা। পাশাপাশি লিটার প্রতি ডিজেলের দাম রয়েছে ৮৭.৪৭ টাকা।
মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম : ভারতের অন্য শহরের মতো জ্বালানির দাম বেড়েছে মুম্বইতেও। বাণিজ্য নগরীতে পেট্রলের প্রতি লিটারে দাম রয়েছে ১১০.৮২ টাকা। অন্যদিকে ডিজেলের দর রয়েছে লিটার প্রতি ৯৫ টাকা।
চেন্নাইতে পেট্রল-ডিজেলের দাম : দক্ষিণের এই মেট্রো শহরে পেট্রলের লিটার প্রতি দাম রয়েছে ১০২.১৬ টাকা। অন্যদিকে, ডিজেলের প্রতি লিটারে দাম রয়েছে ৯২.১৯ টাকা।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে দেশে পেট্রল-ডিজেলের দামে কোনও হেরফের করেনি তেল সংস্থাগুলি। কিন্তু বিশেষজ্ঞরা, ক্রমশই আশঙ্কা প্রকাশ করে জানাচ্ছিলেন, পাঁচ রাজ্যের ভোট মিটতেই দাম বাড়বে জ্বালানির। কার্যক্ষেত্রে হলও তাই। পেট্রল-ডিজেলের দাম লিটার প্রতি ১০ থেকে ১২ টাকা বৃদ্ধির আশঙ্কা করা হয়েছিল। অনেকেই মনে করছেন, এক্ষেত্রে ধীরে চলো নীতি অবলম্বন করবে কেন্দ্র। একবারে দাম না বাড়িয়ে দফায় দফায় বাড়ানো হতে পারে জ্বালানির দাম।