কাল বাংলাদেশে ফিরছেন সাকিব

কাল বাংলাদেশে ফিরছেন সাকিব
পরিবারের বেশ কয়েকজন  সদস্য  অসুস্থ থাকায় দক্ষিণ আফ্রিকা থেকে আগামীকাল দেশে ফিরছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের মা, শাশুড়ি এবং তিনজনের মধ্যে দুই সন্তান বর্তমানে বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এতে ডারবানে ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল নির্ধারিত প্রথম টেস্টটি মিস করতে পারেন সাকিব।

তবে বিসিবি সূত্র জানিয়েছে, পোর্ট এলিজাবেথে ৭ থেকে ১১ এপ্রিল নির্ধারিত দ্বিতীয় টেস্টের আগে দক্ষিণ আফ্রিকায় থাকবেন দেশ সেরা এ অলরাউন্ডার।

দ্বিতীয় ওয়ানডে শেষে সাকিবের দেশে ফেরার কথা ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ে সুযোগ তৈরি হওয়ায় দেশে ফিরেননি সাকিব।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক প্রথম জয়ে গুরুত্বপুর্ন অবদান  রেখেছেন  সাকিব। ব্যাট হাতে ৬৪ বলে ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন তিনি। প্রথম ওয়ানডেতে ৩৮ রানে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে সিরিজে সমতা আনে প্রোটিয়ারা।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের