যুদ্ধের প্রভাবেই গ্যাসের দাম বাড়ছে

যুদ্ধের প্রভাবেই গ্যাসের দাম বাড়ছে
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রভাবেই গ্যাসের দাম বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, দেশেও এর প্রভাব (গ্যাসের দাম বৃদ্ধি) পড়ছে। ‘ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ হবে, সেটা কি কখনো ভেবেছি আমরা? অর্থনীতি এমনই। এই যুদ্ধের কারণেই গ্যাসের দাম বাড়ছে।

বুধবার (২৩ মার্চ) অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়ালি সাংবাদিকদের তিনি এ কথা জানান।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস অবস্থা। এর মধ্যেই গ্যাসের দাম বৃদ্ধির সুপারিশ এসেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেই গ্যাসের দাম বাড়ছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘অবশ্যই এটি যুদ্ধের প্রভাব। ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ হবে সেটা কি কখনো ভেবেছি আমরা? অর্থনীতি এমনই। এখানে নিশ্চয়তা-অনিশ্চয়তা দুটিই আছে। চ্যালেঞ্জিং এরিয়াগুলো যখন যেটা সামনে আসবে সেটা মোকাবেলা করতে হবে। ’

রবিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এক অনুষ্ঠানে বলেছে, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য অনেক উন্নত দেশের তুলনায় বেশি। এ ব্যাপারে অর্থমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করা হলে তিনি বলেন, ‘সিপিডির বক্তব্য আমরা জানি। আমাদের মনিটরিংয়ে কোনো সমস্যা নেই, সমস্যা সিপিডির সিস্টেমে। আমাদের আশপাশে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ প্রতিটি দেশের সঙ্গে মূল্যস্ফীতি মিলিয়ে দেখুন। ’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান