কিয়েভ থেকে রুশ বাহিনী সরছে, দাবি ইউক্রেনের

কিয়েভ থেকে রুশ বাহিনী সরছে, দাবি ইউক্রেনের
ইউক্রেনে চলমান রুশ অভিযানের পেরিয়ে গেছে এক মাস। দেশটির যুদ্ধ পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, দেশটির কিয়েভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হচ্ছে রাশিয়া।

ইউক্রেনের সেনাবাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক সংবাদে বলা হয়, কিয়েভে হামলা চালানো রুশ সেনাবাহিনীর কৌশলগত দুইটি দলে বেশ ভালো পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। রুশ কর্তৃপক্ষ ওই দল দুটিকে বেলারুশের দিকে সরিয়ে নিচ্ছে। এছাড়া রুশ বাহিনীর আরও অনেকগুলো দলের শক্তিও কমে গেছে বলেও জানানো হয়।

এর আগে গত সপ্তাহে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিলো, ইউক্রেনে রাশিয়ার প্রথম ধাপের অভিযান শেষ হয়েছে। এরপর ইউক্রেনের পূর্ব প্রান্তে অভিযান চালানোর দিকে মনোযোগী হচ্ছে তারা।

রাশিয়া আরও জানিয়েছে, ইউক্রেন অভিযানে রুশ বাহিনীর নতুন লক্ষ্য দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে পুরোপুরি মুক্ত করা।

রাশিয়ার এমন ঘোষণার পর ইউক্রেনের সামরিক গোয়েন্দাপ্রধান অভিযোগ করেছেন, রাশিয়া ইউক্রেনকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টায় রয়েছে।

এদিকে রোববার (২৭ মার্চ) লুহানস্ক প্রজাতন্ত্রের প্রধান জানিয়েছেন, রাশিয়ার অন্তর্ভুক্ত হতে লুহানস্ক অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান শুরুর পূর্বে দেশটিতে বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল রাশিয়ার কর্তৃপক্ষ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া