জনতা ব্যাংকের অর্থায়নে দিনাজপুরে মুক্তিযুদ্ধের স্মৃতি ফলক উদ্বোধন

জনতা ব্যাংকের অর্থায়নে দিনাজপুরে মুক্তিযুদ্ধের স্মৃতি ফলক উদ্বোধন
মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত দেশের প্রত্যন্ত স্থানসমূহ সংরক্ষণের লক্ষ্যে স্মৃতি ফলক নির্মাণে অর্থায়ন করেছে জনতা ব্যাংক লিমিটেড। শনিবার (২৬ মার্চ) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খয়েরগুনি, দাউদপুর ও মতিহারা স্মৃতি ফলকের শুভ উদ্বোধন করেন জনতা ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. এস এম মাহফুজুর রহমান।

এ সময় ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ, পরিচালক কে এম সামছুল আলম, মোহাম্মদ আসাদ উল্লাহ, জিয়াউদ্দিন আহমেদ, মো. আব্দুল মজিদ ও রুবীনা আমীন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. এস এম মাহফুজুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো সংরক্ষণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

ব্যাংকের এমডি এন্ড সিইও আব্দুছ ছালাম আজাদ বলেন, ব্যাংকিং সেবার পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনে আমরা কাজ করে যাচ্ছি। দেশের যেসব প্রত্যন্ত অঞ্চলে পাক হানাদার বাহিনী বর্বরোচিত গণহত্যা চালিয়েছিল সেসব স্থানগুলো নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে স্মৃতি ফলক নির্মাণ করা হয়েছে। এর আগে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে অতিথিরা নবাবগঞ্জে ‘একাত্তর চত্বর’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি