সম্প্রতি এ লক্ষ্যে মোনার্ক মার্টের প্রধান কার্যালয়ে শিক্ষাঙ্গণ ডট কমের সাথে মোনার্ক মার্টের এক সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
শিক্ষাঙ্গনের কার্যক্রমের সাথে জড়িত হয়ে সারা দেশের সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য অনলাইনে শিক্ষা-পণ্য সহজলভ্য করতেও কাজ করবে মোনার্ক মার্ট। এর ফলে সারা দেশের শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় নানান উপকরণ অনেক সুলভমূল্যে কেনাকাটা করা সুযোগ পেতে যাচ্ছে।
সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোনার্ক মার্টের পক্ষে সিওও জাহেদ কামাল, হেড অফ কমিউনিকেশন তানবীরুল ইসলাম, হেড অফ এক্সপেরিয়েন্স মৃধা মো. সাইফুল ইসলাম, হেড অফ কমার্শিয়াল আহমেদ মোস্তফা, শিক্ষাঙ্গনের সিইও মো. ইমরুল ইসলাম চৌধুরী প্রমূখ।