আফ্রিকা নয় যুক্তরাষ্ট্রের বিমান ধরলেন সাকিব

আফ্রিকা নয় যুক্তরাষ্ট্রের বিমান ধরলেন সাকিব
আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেষ্ট সিরিজের শেষ ম্যাচেও খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। সন্তানদের সাথে নিয়ে যুক্তরাষ্ট্রের বিমান ধরলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর তাকে ছাড়াই পোর্ট এলিজাবেথ টেষ্টে নামতে হবে মুমিনুলের দলকে।

এর আগে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে শেষেই সাকিব আল হাসান জানতে পারেন ঢাকায় তার ছেলে-মেয়ে, মা ও শাশুড়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

পারিবারিক এমন ক্রাইসিস মুহূর্তে বিসিবির অনুমতিক্রমে ওয়ানডে সিরিজ শেষে জরুরি ভিত্তিতে দেশে ফেরেন সাকিব। যে কারণে দুই টেস্ট ম্যাচের সিরিজে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

বিসিবি সূত্রে জানা যায়, প্রথম টেস্টে না পারলেও ৭ এপ্রিল পোর্ট এলিজাবেথে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে খেলবেন সাকিব। কিন্তু গুঞ্জন সত্যতে রুপ নিল না। দ্বিতীয় টেস্টে খেলবেন না এ বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডার।

গতকাল (শুক্রবার) রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাকিব। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

জালাল ইউনুস বলেছেন, ‘সাকিবের পরিবারের সদস্যরা হাসপাতাল ছাড়লেও ক্যানসারে আক্রান্ত শাশুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী শিশির মায়ের কাছেই থাকেন। আর ছেলেমেয়েদের দেখাশোনা করেন সাকিব। আবার যুক্তরাষ্ট্রে বাচ্চাদের স্কুলও খুলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে যাওয়ার মতো শারীরিক সক্ষমতাও নেই শাশুড়ির। সে ক্ষেত্রে বাচ্চাদের নিয়ে সাকিবকেই যেতে হচ্ছে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো