বাবরকে নিয়ে মন্তব্যে বিপাকে আফ্রিদি

বাবরকে নিয়ে মন্তব্যে বিপাকে আফ্রিদি
অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃহস্পতিবার রেকর্ড রানের (৩৪৯) লক্ষ্য তাড়া করে জয়ে বড় ভূমিকা রাখেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তার দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ হাসি হাসে স্বাগতিকরা।

এদিন ৭২ বলে ক্যারিয়ারের ১৫তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন বাবর। এমন দুর্দান্ত ইনিংস খেলার পর চারদিক থেকে বাবর যখন প্রশংসার জোয়ারে ভাসছেন, তখন তাকে নিয়ে ভিন্ন মন্তব্য করে বসলেন দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

এক টুইট বার্তায় তিনি বলেন, “বাবর আজম এখনও সত্যিকারের ম্যাচ উইনার হতে পারেননি।” ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলকে অভিনন্দন জানাতে গিয়ে এমন মন্তব্য করেন আফ্রিদি।

তবে একই টুইটে ইমাম উল হক ও পেসার শাহিন শাহ আফ্রিদির প্রশংসা করতে দেখা যায় পাকিস্তানের এ সাবেক অলরাউন্ডারকে।

তিনি লেখেন, “ দুর্দান্ত জয়। বাবর আজমের দারুণ শুরু। তবে শেষ দিকে এসে সে ছন্দ হারিয়ে ফেলে। তাকে ম্যাচ উইনার হিসেবে দেখার অপেক্ষায় রয়েছি। যাই হোক খুশদিল শাহ, ইমাম উল হক, শাহিন আফ্রিদিদের দারুণ পারফরম্যান্স। তোমরা আমাদের গর্বিত করেছো। ধরে রাখো।”

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়