বাংলাদেশ সময় আজ (রবিবার) রাত ১২টা ৪৫মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি। চ্যাম্পিয়নস লিগ ও ফরাসি কাপ থেকে বিদায় নিলেও লিগ ওয়ানে বেশ ভালো অবস্তানেই রয়েছে মেসি-নেইমারদের দল। এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলে ২০টিতেই জয়ের দেখা পেয়েছে দলটি। ড্র করেছে ৫টি ম্যাচে। হেরেছে বাকি ৪টি ম্যাচ। অন্যদিকে, লরিয়েন্ট তাদের ২৯ ম্যাচের মাত্র ছয়টিতে জয়ের দেখা পেয়েছে। ১৩টিতে হার আর বাকি ১০টি ম্যাচ ড্র নিয়ে মাঠ ছাড়ে দলটি।
বর্তমানে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে পিএসজি। ২৯ ম্যাচে ৬৫ পয়েন্ট ফরাসি দলটির। বিপরীতে লরিয়েন্ট ২৯ ম্যাচ খেলে সংগ্রহ করেছে মাত্র ২৮ পয়েন্ট। তাদের অবস্থান তালিকার ১৬ নম্বরে। এই ম্যাচে পিএসজির একাদশে দেখা যেতে পারে দলটির দুই তারকা লিওনেল মেসি ও নেইমার জুনিয়রকে। তবে এই ম্যাচেও একাদশে সুযোগ মিলছে না সার্জিও রামোসের।