ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৬

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে ৬ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। রোববার (৩ এপ্রিল) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্যাক্রামেন্টোর পুলিশ এক টুইট বার্তায় জানায়, নির্বিচারে গুলির ঘটনায় মোট ১৫ জন আহত হয়েছেন। তবে তাদের মধ্যে ছয়জন নিহত হয়েছেন।

স্যাক্রামেন্টো পুলিশের মুখপাত্র সার্জেন্ট জ্যাক ইটন বলেন, শহরের ১০ম ও জে রোডে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে ক্যালিফোর্নিয়ার এ শহরটির পুলিশ বিভাগ জানায়, এরই মধ্যে কয়েকটি রোড বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া যারা আহত হয়েছেন তাদের অবস্থাও জানা যায়নি।

স্যাক্রামেন্টোর পুলিশ প্রধান বলেন, যেখানে এ ঘটনা ঘটেছে সেখানে পুলিশ কর্মকর্তারা ছিলেন। তারা গুলির শব্দ শুনেছেন। আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না