জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান শ্রীলঙ্কার প্রেসিডেন্টের

জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান শ্রীলঙ্কার প্রেসিডেন্টের
শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ইতোমধ্যে দেশটির সব মন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ছাড়া দেশটির শেয়ারবাজারের কার্যক্রমও বন্ধ রয়েছে।

সোমবার (৪ এপ্রিল) প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, সংসদে সব রাজনৈতিক দলকে জাতীয় সংকট সমাধানের প্রচেষ্টায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট।

এতে আরও বলা হয়, জাতীয় প্রয়োজন বিবেচনা করে সব নাগরিক ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় এসেছে।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, গভীরতর সংকটের সমাধান ‘গণতান্ত্রিক কাঠামোর মধ্যে' খুঁজে পাওয়া উচিত।

এদিকে, সোমবার (৪ এপ্রিল) শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্দ ক্যাবরাল পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এক টুইটার পোস্টে ক্যাবরাল বলেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে।

এর আগে অর্থনৈতিক সংকটে বিধ্বস্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার বাকি ২৬ সদস্য পদত্যাগ করেছেন।

রোববার (৩ এপ্রিল) গভীর রাতে এক বৈঠকের পর তারা একযোগে পদত্যাগ করেন।

খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটের কারণে জনগণের ক্ষোভের মুখে যারা পদত্যাগ করেছেন, তাদের মধ্যে প্রভাবশালী রাজাপাকসে পরিবারের তিন সদস্য রয়েছেন।

রাজাপাকসে পরিবারের ছোট ভাই অর্থমন্ত্রী বাসিল, বড় ভাই কৃষিমন্ত্রী চামাল ও পরিবারের সন্তান ক্রীড়ামন্ত্রী নামাল পদত্যাগ করেছেন।

রোববার (৩ এপ্রিল) রাজাপাকসে পরিবারকে ক্ষমতাচ্যুত করার দাবিতে কারফিউ অমান্য করে দ্বীপরাষ্ট্রটি জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করার পর এ পদক্ষেপ নেওয়া হয়।

সূত্র : আলজাজিরা

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না