সূত্র মতে, আগের কার্যদিবস প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮২.৭০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮০.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ২.৬৬ শতাংশ কমেছে।
এদিন ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১.৯৯ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১.৯৯ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ, বিচ হ্যাচারির ১.৯৯ শতাংশ, সোনালী পেপারের ১.৯৯ শতাংশ, জেমিনি সী ফুডের ১.৯৮ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১.৯৮ শতাংশ এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৯৮ শতাংশ কমেছে।